হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশের পর কাউকে ট্যাগ করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

স্টোরি প্রকাশের পরেও আপনি কিছু সহজ ধাপ অনুসরণ করে কাউকে মেনশন বা ট্যাগ করতে পারেন। ছবি: ম্যাকরিউমার

বিশেষ মুহূর্ত বা স্মৃতি বন্ধুবান্ধব বা অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করতে চাই, তখন স্টোরি ফিচারটি খুবই জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। এটি এমন একটি ফিচার, যার মাধ্যমে অল্প সময়ের জন্য (২৪ ঘণ্টা) কোনো ছবি, ভিডিও বা বার্তা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। অনেক সময় আমরা স্টোরি প্রকাশ করার সময় কারও নাম ট্যাগ করতে ভুলে যাই, অথবা ইচ্ছে করেই পরে কাউকে যুক্ত করার প্রয়োজন হয়।

তবে স্টোরি প্রকাশের পরেও আপনি কিছু সহজ ধাপ অনুসরণ করে কাউকে মেনশন বা ট্যাগ করতে পারেন।

ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশের পর কাউকে ট্যাগ করবেন যেভাবে

১. প্রথমে ইনস্টাগ্রামের প্রবেশ করতে হবে।

২. ডান পাশের ওপরে দিকে এরপর প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

৩. যে স্টোরিতে কাউকে ট্যাগ করতে চান তা নির্বাচন করতে হবে।

৪. স্টোরি নির্বাচনের পর ডান পাশের নিচে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে।

৫. এবার ‘অ্যাড মেনশনস’ অপশনে ক্লিক করে যাদের নাম স্টোরিতে যুক্ত করতে চান, তাঁদের অ্যাকাউন্টগুলো নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে কারও নাম সার্চ বক্সে টাইপ করেও খুঁজে পাওয়া যাবে।

৬. এরপর নিচে থাকা ‘অ্যাড’ বাটনে ক্লিক করতে হবে।

এভাবে সহজেই নির্দিষ্ট ব্যক্তিদের নাম ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাগ হয়ে যাবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী