হোম > জীবনধারা > নো হাউ

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন। ছবি: সংগৃহীত

রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।

খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।

রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২ . যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।

৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।

৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।

৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।

৭. স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২ . যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।

৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।

৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।

৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।

৭. জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী