হোম > প্রযুক্তি

বিশ্বের প্রথম সফটওয়্যার পেটেন্ট অর্জনের লড়াই, প্রকৌশলী যেভাবে হয়ে ওঠেন আইনজীবী

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বের প্রথম সফটওয়্যার পেটেন্ট অর্জনকারী সত্য পাল আসিজা। ছবি: সংগৃহীত

প্রায় ৪০ বছর আগে ১৯৬৯ সালে সত্য পাল আসিজা নামের এক ব্যক্তি তৈরি করেছিলেন একটি বিশেষ ধরনের সফটওয়্যার। তাঁর সফটওয়্যারটির নাম ছিল ‘সুইফট অ্যানসার’। এই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে সম্পূর্ণ বাক্য বা বিবরণভিত্তিক তথ্য যুক্ত নির্দেশনা দেওয়া যেত। পাশাপাশি তথ্য সংরক্ষণ ও প্রয়োজন মতো পুনরুদ্ধারও করা যেত।

এই সফটওয়্যার ব্যবহারকারীদের কম্পিউটার থেকে এমনভাবে তথ্য খুঁজে পেতে সহায়তা করত, যেন তারা মানুষের মতো প্রশ্ন করে এবং উত্তর পায়। অর্থাৎ এটি ছিল একধরনের প্রাথমিক প্রাকৃতিক ভাষা (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ) প্রক্রিয়াকরণ প্রযুক্তির প্রয়োগ—এটিকে আজকের এআই ভিত্তিক সার্চ ইঞ্জিন বা ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের আদি রূপ বলেও অভিহিত করেন কেউ কেউ।

সত্য পাল আসিজা বিশ্বাস করতেন, সফটওয়্যারও একটি উদ্ভাবন এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের মতো এটিও পেটেন্ট সুরক্ষার আওতায় থাকা উচিত। তাই তিনি সুইফট অ্যানসারের পেটেন্টের জন্য আবেদন করেন। তবে সে সময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সফটওয়্যার পেটেন্টের বিরুদ্ধে রায় দিয়েছিল, ফলে সফটওয়্যারকে কেবল কপিরাইটের মাধ্যমে সুরক্ষা দেওয়া হতো।

তবে আসিজা বিশ্বাস করতেন, কপিরাইট সফটওয়্যারের মৌলিক ধারণাকে যথাযথ সুরক্ষা দিতে পারে না। তাই তিনি আইন বিষয়ে ডিগ্রি নেন এবং পেটেন্ট আইন পড়ে বার পরীক্ষা উত্তীর্ণ হন। এরপর ১৯৭৪ সালের ৩০ ডিসেম্বর আবার সুইফট অ্যানসারের পেটেন্টের জন্য আবেদন করেন। এরপর দীর্ঘ সাত বছর আইনি লড়াই চলে। আইনজীবী হিসেবে একাই লড়েন সত্য পাল।

অবশেষে ১৯৮১ সালের আজকের এই দিনে (২৬ মে) যুক্তরাষ্ট্রের পেটেন্ট নম্বর ৪,২৭০, ১৮২ অর্জন করেন সত্য পাল। এটিই ছিল বিশ্বের প্রথম সফটওয়্যার পেটেন্ট। এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম সফটওয়্যার পেটেন্ট প্রাপ্ত ব্যক্তি হিসেবে ইতিহাসে স্থান করে নেন। সফটওয়্যার পেটেন্টের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় এই অর্জন।

এই অভিজ্ঞতা থেকে ‘হাউ টু প্রটেক্ট কম্পিউটার প্রোগ্রামস: অ্যা কেস হিস্ট্রি অব ফার্স্ট পিওর সফটওয়্যার’ নামে একটি বই লেখেন সত্য পাল। ১৯৮৬ প্রকাশিত হয় বইটি। বইটিতে নিজের আইনি লড়াইয়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।

সত্য পাল আসিজা ১৯৪২ সালের ২৬ এপ্রিল ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। পরে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাস শুরু করেন। ১৯৭২ সালে মার্কিন নাগরিকত্ব পান। তাঁর পেশাগত জীবন শুরু হয় একজন প্রকৌশলী হিসেবে। পরে, সফটওয়্যার আইন নিয়ে পড়াশোনার পর পেশা পরিবর্তন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের শেলটনে পেটেন্ট আইনজীবী হিসেবে কাজ করছেন সত্য পাল।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি