হোম > প্রযুক্তি

ইলন মাস্কের এক্স-কে গ্যালোওয়ের মামলার খরচ পরিশোধের নির্দেশ

এক্স এখন গ্যালোওয়ের মানহানির মামলা সংক্রান্ত আইনি খরচ পরিশোধের জন্য বাধ্য। ছবি: আজকের পত্রিকা

ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে ব্রিটিশ বামপন্থী রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ের মানহানির মামলা সংক্রান্ত আইনি খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে ডাবলিনের হাইকোর্ট। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর গ্যালোওয়ের অ্যাকাউন্টকে ‘রাশিয়ার রাষ্ট্র-সম্পর্কিত মিডিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর প্রতিবাদে তিনি এক্সের (সাবেক টুইটার) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি বলেন, তার রাজনৈতিক মতামতকে অযৌক্তিকভাবে চিহ্নিত করা হয়েছে, যা তার সম্মানহানির কারণ হয়েছে।

গ্যালোওয়ে বলেন, টুইটারের এই লেবেলিং প্রক্রিয়া নতুন ম্যাকার্থিজমের মতো (অযৌক্তিকভাবে এবং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কারণে লোকজনকে চিহ্নিত করা), যা তার জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইলন মাস্ক এক্স কিনে নেওয়ার আগে মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে এক্স সমস্ত অ্যাকাউন্ট থেকে রাশিয়ার মিডিয়া লেবেল সরিয়ে ফেলেছে। তবে রাশিয়া রাষ্ট্র সমর্থিত মিডিয়া ‘রাশিয়া টুডে’ (আরটি) এবং অন্যান্য রাশিয়ান মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার চ্যানেল আরটি ও স্পুটনিকে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন গ্যালোওয়ে।

মামলা দায়ের পর দুই বছর ধরে আত্মপক্ষ সমর্থনের যুক্তি পেশ না করায় এক্স এখন গ্যালোওয়ের মানহানির মামলা সংক্রান্ত আইনি খরচ পরিশোধের জন্য বাধ্য। উভয় পক্ষকে ৩০ জানুয়ারির মধ্যে একটি লিখিত হলফনামা আদালতে জমা দিতে বলা হয়েছে।

গ্যালোওয়ের আইনজীবী কেভিন উইন্টার্স বলেছেন, এই মামলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যখন তারা অতীতের কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধতা নির্ধারণ করে এবং এটি নীতির পরিবর্তন এবং নেতৃত্বের পরিবর্তনের প্রেক্ষাপটে আরও জটিল হয়ে ওঠে।

গ্যালোওয়ের টক শো বর্তমানে ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে সম্প্রচারিত হচ্ছে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব