হোম > প্রযুক্তি

বাজারে আসছে বাংলাদেশে নির্মিত হুন্দাইয়ের ক্রেটা ২০২৩

স্মার্ট জীবন ডেস্ক

টয়োটার পরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে হুন্দাইয়ের অবস্থান চতুর্থ স্থানে। বাংলাদেশে বিশ্ববিখ্যাত হুন্দাই গাড়ির একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে। বাংলাদেশের বাজারে হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি নিয়ে আসছে ফেয়ার টেকনোলজি।

এসইউভি ক্যাটাগরি সেগমেন্টের এই অল নিউ ক্রেটা ২০২৩-এ রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ১ দশমিক ৫ লিটার গ্যাসোলিন ইঞ্জিনের এ গাড়িটির আউটলুক গ্রাহকদের নজর কেড়েছে। অত্যাধুনিক ডিজাইন, রেডিয়েটর গ্রিল ও ইউনিক ডিআরএলের তৈরি এ গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা। লেদার সিটের এই গাড়িটিতে আরও পাওয়া যাবে ১৭ ইঞ্চি ডায়মন্ড অ্যালয় রিম, প্যানারোমিক সান রুফ এবং ১০ দশমিক ২৫ ইঞ্চির অত্যাধুনিক ক্লাস্টার। সঙ্গে রয়েছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশনসহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি।

ফেয়ারের মতে, মেইড ইন বাংলাদেশ হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়িটি আগামী বছরের শুরুর দিকে রাস্তায় নামবে। আন্তর্জাতিক মানসম্পন্ন গাড়ির সঙ্গে থাকছে অরিজিনাল পার্টস ও বিক্রয়-পরবর্তী সুবিধা। ঢাকার যানজটের কথা বিবেচনায় রেখে এক লিটার অকটেনে এই গাড়ির মাইলেজ থাকবে ৮ থেকে ৯ কিলোমিটার, যা লং ড্রাইভে দেবে ১২ থেকে ১৩ কিলোমিটার মাইলেজ। গাড়িটি প্রথমে কালো, নীল ও গ্রে তিনটি রঙে পাওয়া যাবে। গাড়িটির দাম রাখা হয়েছে ৪৩ দশমিক ৫ লাখ টাকা।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট