হোম > প্রযুক্তি

ল্যাপটপ চুরি হলে করণীয়

আজকের পত্রিকা ডেস্ক­

এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন। ছবি: সিনেট

আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।

ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন

সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।

বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।

পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।

পুলিশকে জানান: পুলিশকে ল্যাপটপের বর্ণনা, মডেল, রং ও সিরিয়াল নম্বর দিন, যা হয়তো ল্যাপটপের বক্স বা অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্টে পাওয়া যাবে।

ব্যাংককে জানান: আপনার ল্যাপটপে যদি কোনো ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত থাকে, তবে ব্যাংককে জানিয়ে ব্যবস্থা নিন।

ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইস সরিয়ে ফেলুন: আপনার ল্যাপটপ যদি অন্য ডিভাইসের সঙ্গে সিংক করা থাকে, তাহলে সেই ডিভাইসগুলো ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিমোট লক করে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই ডিভাইসগুলো ‘আন লিংক’ বা সংযোগ বিচ্ছিন্ন করে দিন।

সামাজিক প্রতারণা থেকে সতর্ক থাকুন

হারানো ল্যাপটপের ডেটা ব্যবহার করে কেউ আপনার পরিচিতজনদের ফাঁদে ফেলতে পারে (যেমন: ‘আমি বিপদে আছি’ জাতীয় মেসেজ পাঠানো)।

তাই সতর্ক থাকতে পরিচিতদের আগেই সতর্ক করে দিন যেন তাঁরা এমন মেসেজে প্রতিক্রিয়া না দেখান।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি