হোম > প্রযুক্তি

ই-কমার্স হতে যাচ্ছে বড় জব সেক্টর

প্রযুক্তি প্রতিবেদক

বর্তমানে ই-কমার্স একটি সক্রিয় সেক্টর। বাংলাদেশে ইভ্যালি,দারাজ,অথবা,সিন্দাবাদ, ধামাকা,আলিশামার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এটি হতে যাচ্ছে অন্যতম জব সেক্টর।

ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি একটি সেমিনার অনুষ্ঠিত হলো।রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই সেমিনারের শিরোনাম ছিল ‘ইভ্যালি প্রেজেন্টস ক্যারিয়ার ইন ই-কমার্স’।

তারুণ্যনির্ভর সংগঠন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের উদ্যোগে সারাদেশ থেকে ২৫০ এর অধিক শিক্ষার্থী এবং ই-কমার্স পেশাজীবিদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল- ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ, সম্ভাবনা এবং ই-কমার্সে জব করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা।

ক্যারিয়ার ইন ই-কমার্স অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালকগণ, দেশের শীর্ষ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও কর্মকর্তাগণ এবং আইসিটি সেক্টরের সাংবাদিকগণ।

বক্তাদের মধ্যে বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পরিচালক সাইদ রহমান, ব্রেকবাইট ই বিজনেস এর প্রধান নির্বাহী আসিফ আহনাফ, উইমেন এন্ড ই-কমার্স  ফোরামের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এর প্রেসিডেন্ট মোজাহিদুল ইসলাম, ইক্লাব এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান প্রমুখ উল্লেখযোগ্য। এসময় বক্তাগণ ই-কমার্স সেক্টরে তাদের অভিজ্ঞতা, করোনার কারনে ই-কমার্সে চাকরির সুযোগ বৃদ্ধি, ই-কমার্সে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দক্ষ কর্মীর গুনাবলী, ই-কমার্সের বিভিন্ন অংশ-বিজনেস ডেভেলপমেন্ট, লজিস্টিক, ডেলিভেরি, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, জনসংযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা আরেফিন দিপু, যুগ্ম সাধারন সম্পাদক রায়হান চৌধুরী রনি ও মাঝহারুল ইসলাম বেগ এবং সংগঠনটির ৬৪ জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ক্যারিয়ার ইন ই-কমার্স আয়োজনের আহবায়ক খালিদ সাইফুল্লাহ্ বলেন, ই-কমার্স ই হতে যাচ্ছে আগামীতে কেনাকাটা করার সবচেয়ে বড় মাধ্যম। এতদিন না বুঝলেও করোনার কারনে আমরা বুঝতে পেরেছি ই-কমার্সের গুরুত্ব কতটা বিশাল। দেশের ই-কমার্স সেক্টর দ্রুত বড় হলেও এখনও ই-কমার্সে কাজ করার মত দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মীর সংখ্যা অত্যন্ত কম।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদের  ই-কমার্সে চাকরির যোগ্য করে তোলা এবং দিকনির্দেশনা দেবার লক্ষ্যে নিয়মিত কাজ করতে হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞগণ মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি

হোলন আইকিউ ২০২৫: শীর্ষস্থানীয় ১০০ অ্যাডটেকে ৫ বাংলাদেশি স্টার্টআপ

ভূমিকম্পে প্রয়োজনীয় গ্যাজেট

এ বছরের সেরা ৫ গেম