হোম > প্রযুক্তি

ট্যাবলেট কেনার আগে

নওরোজ চৌধুরী

প্রযুক্তির নানা রকম পণ্য আমাদের কমবেশি ব্যবহার করতেই হয়। এর মধ্যে সহজে বহনযোগ্য এবং ছোট হলে যেসব পণ্য আমাদের পছন্দের তালিকায় ঠাঁই করে নেয়, সে রকমই একটি ট্যাবলেট কম্পিউটার।

অনেকেই বাইরে চলাচলের সময় অফিসের কাজ বা অন্যান্য প্রয়োজনে ট্যাবলেট ব্যবহার করেন। নতুন যাঁরা ট্যাবলেট কিনবেন বা কিনতে চান, তাঁদের বেশ কিছু বিষয় বিবেচনায় রেখে ট্যাবলেট পছন্দ করা বা কেনা উচিত। না হলে প্রায়ই বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে যেন না পড়তে হয়, সে বিষয়ে নতুন ট্যাবলেট ক্রেতা ও ব্যবহারকারীদের জন্য পরামর্শ দিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র মিডিয়া ভিশনের সিইও তারিক আল আজিজ। তিনি জানান, সারা বিশ্বে ডেস্কটপ, ল্যাপটপের চেয়ে বাড়তি সুবিধা আর স্মার্টফোনের চেয়ে ভালো পারফরম্যান্স ট্যাবলেট ব্যবহারে তরুণদের আগ্রহী করে তুলছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, কাজের ধরন ও প্রয়োজনীয়তার বিষয় বিবেচনায় রেখে ট্যাব কেনা উচিত।

যা করতে হবে

  • ট্যাব কেনার আগে এর অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার-সম্পর্কিত তথ্য ও সহজে ব্যবহার করার সুবিধার বিষয়টি খেয়াল রাখতে হবে।
  • প্রসেসর সম্পর্কে জানাটাও জরুরি। দ্রুতগতির প্রসেসরযুক্ত ট্যাব কেনা সুবিধাজনক। এতে পছন্দের অ্যাপ্লিকেশনগুলো স্বচ্ছন্দে চালানো যাবে। প্রসেসরের পাশাপাশি বেশি ক্ষমতার র‍্যাম আছে কি না, তা খেয়াল রাখতে হবে।
  • জেনে নিতে হবে তথ্য ধারণের জন্য ট্যাবে কতটা জায়গা রয়েছে বা অতিরিক্ত কতটা মেমোরি সমর্থন করবে।
  • ক্যামেরা, সেন্সর, ব্লু-টুথ, ইউএসবি, জিপিইউ সম্পর্কে জেনে নিতে হবে।
  • কেনার সময় সার্ভিস ও ওয়ারেন্টির বিষয়টিও নিশ্চিত হয়ে নিতে হবে। 

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট