হোম > প্রযুক্তি

ইনটেল চেয়ারম্যানের পদ ছাড়লেন বাংলাদেশি ওমর ইশরাক

প্রযুক্তি ডেস্ক

বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাক। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ফ্রাংক ইয়ারি।

চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিলেও ইশরাক ইনটেলের বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

২০২০ সালে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ওমর ইশরাক। তিনি ২০১৭ সালের মার্চ থেকে ইনটেলের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলেন।

ওমর ইশরাককে নিয়ে ইনটেলের সিইও প্যাট গেলসিঙ্গার বলেন, ‘আমাকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’

ইনটেলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ও পরিষেবা প্রতিষ্ঠান মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেন ইশরাক।

বাংলাদেশে বেড়ে ওঠা ওমর ইশরাক ঢাকার সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং পিএইচডি করেছেন। উচ্চ মাধ্যমিক পাসের পর বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমান ইশরাক। নিজের ক্যারিয়ার গড়েছেন চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে।

চিকিৎসাযন্ত্র উদ্ভাবনের পাশাপাশি ইশরাক কাজ করেছেন প্রযুক্তি কোম্পানি ফিলিপ্সের বিপণন বিভাগেও। তিনি এশিয়া সোসাইটি ও মিনেসোটা পাবলিক রেডিওর বোর্ড অব ট্রাস্টির সদস্য। 

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি