হোম > প্রযুক্তি

গুগল মেসেজে আসছে স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার

অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট বা খুদে বার্তা আদান প্রদানের জন্য গুগল মেসেজ ব্যবহার করা হয়। এই অ্যাপে ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা ও পাঠানোর সুবিধাও রয়েছে। এবার স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার যুক্ত করা হচ্ছে অ্যাপটিতে। 

এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, গোপনে গুগল মেসেজে ফেস ফিল্টার চালু করছে গুগল এবং অ্যাপের ক্যামেরা দিয়ে এসব ফিল্টার ব্যবহার করা যাবে। অ্যাপটির ক্যামেরা চালু করলে শাটার বাটনের বাম পাশে ফিল্টারের আইকোনটি দেখা যাবে। এই আইকোনে ট্যাপ করে ফিল্টারগুলো ব্যবহার করা যাবে। 

গুগল মেসেজে নয়টি ফিল্টার ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে। খরগোশ, ডাইনোসর, চশমা মেকআপ ও টুপির মতো ফিল্টার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিল্টার ব্যবহারকারীর মুখভঙ্গি নকল করতে পারবে। এগুলোর মধ্যে কিছু ফিল্টার পুরো মুখ ঢেকে ফেলবে। 

তবে ফিল্টারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই গুগল মেসেজের বেটা সংস্করণে ফিল্টারগুলো দেখতে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল মেসেজ অ্যাপে ফিল্টারগুলো পাওয়া যাবে। এসব ফিল্টার গুগল মিট অ্যাপেও পাওয়া যায়। 

নিজের ছবি তুলে জিআইএফ তৈরি করার ফিচার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছে করেছে গুগল। অ্যাপটির ক্যামেরায় তিন সেকেন্ডের ভিডিও তুললে ফিচারটি ব্যবহারকারীর অভিব্যক্তি দিয়ে একটি জিআইএফ তৈরি করে দেবে। ভিডিওটি শুরুর আগে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখানো হবে। ৩ সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে। জিআইএফগুলো মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যাবে। 

তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব