ডিজিটাল লাইফস্টাইলে ঝামেলাহীন অভিজ্ঞতা চাওয়া ব্যবহারকারীদের জন্য রিয়েলমি এনেছে নতুন স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ফাইভ-জি’। ডিভাইসটি দিচ্ছে দ্রুতগতির পারফরম্যান্স, ল্যাগ-ফ্রি বা মসৃণ গেমিং এবং ব্লেজিং ফার্স্ট ফাইভ-জি সংযোগ।
এই ফোনে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬, জেন ৪ ও ফাইভ-জি চিপসেট, যা গ্রাফিকস-ইনটেনসিভ গেম ও মাল্টিটাস্কিংয়ে দারুণ সহায়তা করে। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফলে চার্জ হবে দ্রুত।
এর ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা নিখুঁত ছবি তুলবে। রিয়েলমির এই স্মার্টফোন তরুণদের প্রযুক্তি চাহিদা বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। ফলে গেমিং থেকে মাল্টিমিডিয়া—সবকিছুতেই মিলবে নেক্সট-জেনারেশন অভিজ্ঞতা। দাম ৪১ হাজার ৯৯৯ টাকা।