হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ছাড়াও আপনি স্টুডিও জিবলির স্টাইলে ছবি তৈরি করতে পারেন। ছবি: সংগৃহীত

উচ্চমানের অ্যানিমেটেড মুভি এবং অদ্ভুত সুন্দর শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে জাপানের অ্যানিমেশন কোম্পানি স্টুডিও জিবলি।

স্টুডিও জিবলির বিখ্যাত মুভিগুলো মধ্যে রয়েছে—স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল। এই মুভিগুলো তাদের ভিন্নধর্মী কাহিনি, মানবিক অনুভূতিগুলোকে বিশেষভাবে তুলে ধরার জন্য বিখ্যাত। এবার স্টুডিও জিবলি স্টাইলের ভক্তরা এক নতুন ট্রেন্ড সৃষ্টি করেছে। তারা জিবলি স্টুডিওর মুভিগুলোর অনুকরণে বিভিন্ন এআই ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে তাদের সৃজনশীল কাজ শেয়ার করছে। গত মঙ্গলবার চ্যাটজিপিটিতে ছবি তৈরির ক্ষমতা যুক্ত করার পর বহু মানুষ এটি ব্যবহার করে নিজেদের পছন্দের ছবিগুলো জিবলি স্টাইলে রূপান্তরিত করেছেন। তবে এই ফিচারটি বর্তমানে শুধু চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং টিমের সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। চ্যাটজিপিটির ফ্রি সংস্করণে এই সুবিধা নেই। এ ধরনের স্টুডিও জিবলি স্টাইলের এআই ছবি বিনা মূল্যে তৈরি করা যাবে।

জেমিনি বা গ্রোক ব্যবহার করুন

এআই মডেল জেমিনি বা গ্রোক ও জিবলি স্টাইলের ছবি তৈরি করতে পারে। এই ধরনের ছবি তৈরির জন্য ‘জিবলি স্টাইলের ছবি তৈরি করে দাও’—এমন প্রম্পট লিখতে হবে। তবে জেমিনি বা গ্রোক দিয়ে তৈরি ছবিগুলোতে কিছু পার্থক্য থাকতে পারে। কারণ প্রতিটি মডেলের প্রশিক্ষণের পদ্ধতি ও অ্যালগরিদম আলাদা রকমের। চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি হওয়া ছবি প্রায়ই দেখতে স্টুডিও জিবলি স্টাইলের মতো হয়। তবে জেমিনি বা গ্রোক ছবিগুলো একটু অন্য ধরনের হয়। তাই এসব মডেলের মাধ্যমে সঠিক ছবি পেতে বেশ কয়েকবার চেষ্টা করতে হতে পারে।

থার্ড পার্টি টুল ব্যবহার করুন

চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ছাড়াও আপনি স্টুডিও জিবলির স্টাইলে ছবি তৈরি করতে পারেন। ক্রেয়ন, ডিপএআই এবং প্লেগ্রাউন্ড এআইয়ের মতো ফ্রি প্ল্যাটফর্মগুলোতে ছবি তৈরি করা যায়। এসব প্ল্যাটফর্মে আপনি আপনার ছবি আপলোড করে, ‘স্টুডিও জিবলি স্টাইলে পোর্ট্রেট’ তৈরি করে দাও এমন প্রম্পট দিতে পারেন। জিপিটি ৪০ ও এর মতো জিবলি স্টাইলের ছবি নিখুঁতভাবে তৈরি করতে না পারলেও এই প্ল্যাটফর্মগুলো প্রাণবন্ত দৃশ্য এবং কোমল অভিব্যক্তিসহ ছবি তৈরি করে দিতে পারবে।

এআই প্ল্যাটফর্মের ফ্রি ট্রায়াল ব্যবহার করুন

যদি আপনি উচ্চ মানের ছবি চান, তবে রানওয়ে এমএল, লিওনার্দো এআইয়ের মতো প্ল্যাটফর্মগুলোর ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে সাইন আপ করে আপনার ছবি আপলোড করুন এবং প্রম্পট ব্যবহার করে জিবলির মতো ছবি তৈরি করা যাবে। এই টুলগুলোর সাহায্যে আপনি টোটোরো চরিত্রের মতো অদূরে অভিব্যক্তি বা স্পিরিটেড অ্যাওয়ের রঙের মতো প্রাণবন্ত ছবি তৈরি করতে পারবেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব