ফেসবুকের মতো অ্যাপ চালানো থেকে শুরু করে বাসায় দরকারি কিংবা অফিসের অতি জরুরি কাজ—এই সবকিছুর বড় অংশ এখন চলে ইন্টারনেটের মাধ্যমে। আর ইন্টারনেট-সংযোগের জন্য প্রয়োজন রাউটার। সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কোন ধরনের রাউটার কিনবেন, সে বিষয়ে তথ্য দিয়ে থাকে। সেভাবেই আমরা বাসাবাড়ি বা অফিসের জন্য রাউটার কিনে থাকি। তবে নিজে যা ব্যবহার করবেন সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকলে কোনো কিছু কিনে আপনাকে ঠকতে হবে না। তাই রাউটার বিষয়ে সাধারণ তথ্যগুলো জানা থাকা ভালো।
যা জানতে হবে