হোম > প্রযুক্তি

টেসলার ব্যাটারি তৈরিতে ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক 

প্রযুক্তি ডেস্ক

টেসলার জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন করতে যাচ্ছে প্যানাসনিক। ২০২৩ সালের প্রথম দিকে এ প্রকল্প শুরু করতে যাচ্ছে জাপানের এই প্রতিষ্ঠানটি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, এ প্রকল্পে মোট ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক। তাদের এই পাওয়ার প্যাকটি বৈদ্যুতিক যানবাহনকে গাড়ি চালকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। 

প্যানাসনিকের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, এ বছরেই লিথিয়াম-আয়ন ব্যাটারির পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে ব্যাপক হারে উৎপাদনের আগেই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া যাবে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যানাসনিক গত অক্টোবরে ৪৬৮০ ফরম্যাট ব্যাটারি (৪৬ মিলিমিটার চওড়া ও ৮০ মিলিমিটার লম্বা) উন্মোচন করেছে। যা বর্তমানে টেসলাকে সরবরাহ করা ব্যাটারির চেয়ে প্রায় পাঁচগুণ বড়। প্রতিষ্ঠানটির এ উৎপাদন প্রকল্প টেসলার উৎপাদন খরচ কমিয়ে আনতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, পশ্চিম জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের একটি প্ল্যান্টে ৪৬৮০ মডেলের ব্যাটারির উৎপাদন কাজ শুরু করবে প্যানাসনিক। উন্নত টেসলা ব্যাটারির একমাত্র প্রস্তুতকারক নাম রয়েছে প্যানাসনিকের। এ প্রতিষ্ঠান ছাড়াও তার দামি মডেলের জন্য চীন ও বিশ্বের অন্যান্য জায়গা থেকেও ব্যাটারি সরবরাহ করে থাকে টেসলা ইনকরপোরেশন। 

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট