হোম > প্রযুক্তি

১৬৫০ কোটি ডলারের চিপ তৈরির চুক্তি পেল স্যামসাং, বাড়ল শেয়ারমূল্য

আজকের পত্রিকা ডেস্ক­

চিপ তৈরির এই চুক্তি এমন সময় হলো, যখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনের দৌড়ে পিছিয়ে পড়েছে স্যামসাং। ছবি: শাইজিন গ্লোবাল

অজ্ঞাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এই চুক্তির আওতায় স্যামসাং চিপ নির্মাণ করবে ওই কোম্পানির জন্য। চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।

স্যামসাং এক বিবৃতিতে জানায়, গত শনিবার (২৬ জুলাই) এই চুক্তি সই হয়েছে। এটি একটি কনট্র্যাক্ট চিপ ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত চুক্তি। তবে, ২০৩৩ সালে চুক্তি শেষ হওয়ার আগে চুক্তির বিস্তারিত তথ্য, যেমন—প্রতিপক্ষ কোম্পানির নাম বা শর্তাবলি ইত্যাদি প্রকাশ করা হবে না।

চিপ তৈরির এই চুক্তি এমন সময় হলো, যখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনের দৌড়ে পিছিয়ে পড়েছে স্যামসাং। এ জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি এবং শেয়ারমূল্যও কমেছে।

স্যামসাংয়ের ফাউন্ড্রি বা চিপ ব্যবসার গ্রাহকদের মধ্যে টেসলা ও কোয়ালকমের নাম রয়েছে। অন্যদিকে, বড় প্রতিদ্বন্দ্বী টিএসএমসির গ্রাহকদের তালিকায় রয়েছে অ্যাপল ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান।

এই বড় অর্ডার আসার সময়টিও তাৎপর্যপূর্ণ। দক্ষিণ কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চিপ ও জাহাজ নির্মাণ খাতে অংশীদারত্ব গড়ার চেষ্টা চালাচ্ছে। কারণ, সম্ভাব্য ২৫ শতাংশ মার্কিন শুল্ক এড়াতে শেষ মুহূর্তে চেষ্টা করছে দেশটি।

তবে চুক্তিটি স্যামসাংয়ের টেক্সাসে নতুন কারখানার উৎপাদন পরিকল্পনায় কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, টেক্সাসের কারখানাটি বড় কোনো গ্রাহক না পাওয়ায় এর উৎপাদন বিলম্বিত হচ্ছে।

বিএনকে ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক লি মিন-হি বলেন, স্যামসাং বর্তমানে তাদের সর্বাধুনিক ২-ন্যানোমিটার প্রযুক্তির উৎপাদন সফলভাবে বাড়ানোর চেষ্টা করছে। তবে এই অর্ডারের আওতায় তৈরি চিপগুলোতে স্যামসাংয়ের এই প্রযুক্তি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কম।

বিশ্লেষকদের মতে, চিপ নির্মাণের প্রতিযোগিতায় টিএসএমসির কাছে বাজার হারিয়ে ফেলছে স্যামসাং। উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে দক্ষতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে থাকায় অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় গ্রাহকদের টিএসএমসি থেকে নিজেদের দিকে টানতে পারছে না তারা।

তথ্যসূত্র: রয়টার্স

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব