মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এখন মোবাইল ফোন। হাতের মুঠোয় ধরা মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত সময়ে যোগাযোগ সেরে নেওয়া যায় সারা বিশ্বের যেকোনো প্রান্তে। প্রিয় ফোনটি ছাড়া একটি মুহূর্তও যেখানে পার করা সম্ভব নয়, সেখানে ফোনটি দীর্ঘ সময় ধরে হ্যাং হয়ে থাকলে বিড়ম্বনার শেষ থাকে না। কয়েকটি বিষয় জানা থাকলে এড়ানো যাবে এই বিড়ম্বনা। তার আগে জানা প্রয়োজন, মোবাইল ফোন কেন হ্যাং হয়।
হ্যাং হওয়ার কারণ
সমাধান
তথ্যসূত্র: টেকওয়েলকিন ডট কম