হোম > প্রযুক্তি

আইফোনেও আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যে মডেলে থাকবে

আজকের পত্রিকা ডেস্ক­

বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে। ছবি: সংগৃহীত

অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে নানা তথ্য ফাঁস হয়েছে। তবে সবচেয়ে বড় আপগ্রেডটি আসতে পারে এর ব্যাটারিতে।

বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।

বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।

আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এত বড় ব্যাটারি আপগ্রেড অ্যাপলের জন্য সাধারণত বিরল। তাই এ তথ্য কিছুটা সন্দেহের চোখেও দেখা হচ্ছে। যদিও সেটসুনা ডিজিটাল নামের এই লিকার অতীতে নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন, তবু এখন পর্যন্ত অন্য কোনো সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্সে মূল পরিবর্তন হতে পারে ডিজাইনে। তবে চিপসেট, ক্যামেরায়ও উন্নয়ন আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যদি বড় ব্যাটারির মতো একটি ফিচার যোগ হয়, তাহলে এটি আগের মডেলের তুলনায় বাস্তবিক অর্থেই একটি বড় আপগ্রেড হতে পারে।

অন্যান্য মডেলেও পরিবর্তন

এই লিকার শুধু প্রো ম্যাক্স মডেল নিয়ে কথা বললেও যদি এটি সত্যি হয়, তাহলে আইফোন ১৭ সিরিজের অন্যান্য মডেলেও ব্যাটারি বড় হতে পারে বলে আশা করা যায়।

সবকিছু ঠিক থাকলে অ্যাপল তাদের নতুন ফোন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তখনই জানা যাবে এই ব্যাটারির আপগ্রেড সত্যি কি না।

তথ্যসূত্র: ম্যাশাবল ও টেকরেডার

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট