হোম > প্রযুক্তি

আইফোনেও আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যে মডেলে থাকবে

আজকের পত্রিকা ডেস্ক­

বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে। ছবি: সংগৃহীত

অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে নানা তথ্য ফাঁস হয়েছে। তবে সবচেয়ে বড় আপগ্রেডটি আসতে পারে এর ব্যাটারিতে।

বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।

বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।

আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এত বড় ব্যাটারি আপগ্রেড অ্যাপলের জন্য সাধারণত বিরল। তাই এ তথ্য কিছুটা সন্দেহের চোখেও দেখা হচ্ছে। যদিও সেটসুনা ডিজিটাল নামের এই লিকার অতীতে নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন, তবু এখন পর্যন্ত অন্য কোনো সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্সে মূল পরিবর্তন হতে পারে ডিজাইনে। তবে চিপসেট, ক্যামেরায়ও উন্নয়ন আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যদি বড় ব্যাটারির মতো একটি ফিচার যোগ হয়, তাহলে এটি আগের মডেলের তুলনায় বাস্তবিক অর্থেই একটি বড় আপগ্রেড হতে পারে।

অন্যান্য মডেলেও পরিবর্তন

এই লিকার শুধু প্রো ম্যাক্স মডেল নিয়ে কথা বললেও যদি এটি সত্যি হয়, তাহলে আইফোন ১৭ সিরিজের অন্যান্য মডেলেও ব্যাটারি বড় হতে পারে বলে আশা করা যায়।

সবকিছু ঠিক থাকলে অ্যাপল তাদের নতুন ফোন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তখনই জানা যাবে এই ব্যাটারির আপগ্রেড সত্যি কি না।

তথ্যসূত্র: ম্যাশাবল ও টেকরেডার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি