হোম > প্রযুক্তি

পেগাসাস নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ইসরায়েল সরকার

নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ প্রাইভেট কোম্পানি হওয়ায় ইসরায়েল সরকারের এ নিয়ে কিছু করার নেই। এমনটি জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। জেরুজালেমে একটি সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।  

সংবাদ সম্মেলনে নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যারের তৈরি প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে নিষিদ্ধ না করার ইঙ্গিতও দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। গত সপ্তাহে ফোন হ্যাকিং সফটওয়্যার তৈরির দায়ে এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। 

জেরুজালেমে সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, `এনএসও একটি প্রাইভেট কোম্পানি। এটি কোনো সরকারি প্রজেক্ট নয়। এটির বিরুদ্ধে অভিযোগ থাকলেও ইসরায়েলের সরকারের নীতিতে এ নিয়ে কিছু করার নেই। আমি মনে করি না যে পৃথিবীতে এমন অন্য কোনো দেশ আছে, যেখানে সাইবার যুদ্ধ নিয়ে ইসায়েলের চেয়ে কঠোর নিয়ম রয়েছে। আমরা তা চালিয়ে যাব।' 

গত জুলাইতে বিশ্বের ১৭টি প্রথম সারির মিডিয়ার যৌথ অনুসন্ধানে পেগাসাস স্পাইওয়্যারের গোপন নজরদারির বিষয়টি প্রথম উঠে আসে। বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, অধিকারকর্মী এবং আরও অনেকের ওপর গোপন নজরদারি করা হয় এই সফটওয়্যার দিয়ে। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লাইসেন্স নিয়েই এনএসও বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করে। গোপন নজরদারির বিষয়টি সামনে আসার পর ইসরায়েল জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে। 

এ পর্যন্ত এনএসওর তদন্ত নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর কাছে গোপন নজরদারি সফটওয়্যার বিক্রির অভিযোগ রয়েছে এনএসওর বিরুদ্ধে। এনএসও বলছে, এটি শুধু আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার কাছে তার পণ্য বিক্রি করে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি