হোম > প্রযুক্তি

আইফোনের প্রসেসর দিয়ে সস্তা ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ার। ছবি: সিনেট

অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।

১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।

কুও এর মতে, ২০২৬ সালে অ্যাপল এই ডিভাইসের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট উৎপাদন করবে। ডিভাইসটি গোলাপি ও হলুদ রঙে আসতে পারে। এর সঙ্গে থাকবে প্রচলিত সিলভার (ধূসর) রঙও।

বর্তমানে ম্যাকবুক এয়ারের দাম শুরু হয় ৯৯৯ ডলার থেকে। তাই এ১৮ প্রো চিপযুক্ত সস্তা ম্যাকবুক এয়ার বাজারে এলে কম বাজেটের ব্যবহারকারীদের মধ্যে ম্যাকবুকের চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ২০২৪ সালে অ্যাপলের মোট ম্যাক বিক্রির মধ্যে ম্যাকবুক এয়ারের অংশ ছিল ৩৩ শতাংশ। তবুও বিশ্ববাজারে অ্যাপল মাত্র ৯ দশমিক ২ শতাংশ কম্পিউটার বাজার দখল করে। ডেল, এইচপি ও লেনোভোর মতো ব্র্যান্ডগুলো অ্যাপলের চেয়ে অনেক বড় বাজার দখল করে আছে।

এ ১৮ প্রো চিপে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ থাকায়, এই সস্তা ল্যাপটপ নতুন করে অনেক ব্যবহারকারীর কাছে এআইভিত্তিক ফিচারগুলো পৌঁছে দিতে পারবে বলেও মনে করা হচ্ছে।

তবে এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

তথ্যসূত্র: সিনেট

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি