হোম > প্রযুক্তি

অ্যাপল পণ্য বিক্রিতে ধস, ৩ মাসে মুনাফা কমেছে ৩০০০০ কোটি ডলার

প্রযুক্তি ডেস্ক

চলমান অর্থনৈতিক সংকটের ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিলাসী পণ্যের দিকে ঝুঁকছেন না বেশির ভাগই। এর প্রভাব পড়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতেও। গত বছর টেক জায়ান্ট কোম্পানি গুলোর বিশাল অঙ্কের আয় কমেছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ বিক্রি কমেছে অ্যাপল পণ্যের। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের একই সময়ে তুলনায় গত বছরের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় পতন।  

অ্যাপল জানিয়েছে, সারা বিশ্বেই প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের বিক্রি কমে গেছে। এর মধ্যে তাদের জনপ্রিয় পণ্য আইফোনের বিক্রি কমেছে ৪ শতাংশের বেশি। ম্যাক কম্পিউটারের বিক্রি কমেছে ২৯ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। হিসেব করলে দেখা যায়, অ্যাপলের মোট মুনাফা কমেছে ৩০ হাজার কোটি ডলার।  

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, ‘প্রতিষ্ঠানটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ 

এই পরিস্থিতির কারণ হিসেবে কুক চীনের ‘জিরো কোভিড-১৯ নীতি’র ফলে হওয়া সরবরাহ ঘাটতিকে দায়ী করেছেন। অ্যাপলের বেশির ভাগ ফোনই চীনে উৎপাদন করা হয়। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনা মহামারির প্রভাব অ্যাপলের পণ্য বিক্রিতে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। 

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি

হোলন আইকিউ ২০২৫: শীর্ষস্থানীয় ১০০ অ্যাডটেকে ৫ বাংলাদেশি স্টার্টআপ

ভূমিকম্পে প্রয়োজনীয় গ্যাজেট

এ বছরের সেরা ৫ গেম