দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ৪কে রেজল্যুশনের ভিডিও আপলোডের সুবিধা চালু হয়েছে। গত শুক্রবার এক্সের (পূর্বের টুইটার) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নতুন ফিচারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ইলন মাস্কের ‘এভরিথিং অ্যাপ’ পরিকল্পনার অংশ হিসেবে ফিচারটি যুক্ত হলো।
প্রাথমিকভাবে কিছু নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরকে গত মাস থেকেই ৪কে ভিডিও আপলোডের সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার এটি উন্মুক্ত করা হলো এক্স প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য।
দীর্ঘ সময় ধরেই প্ল্যাটফর্মটির ভিডিওগুলোর মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছিল এক্স। ২০২৩ সাল থেকেই ৪কে রেজল্যুশন ভিডিও আপলোডের সুবিধা আনার পরিকল্পনা ছিল। মূলত ভিডিওভিত্তিক কনটেন্টকে আরও বেশি গুরুত্ব দিতে চাওয়াতেই এত দিন ধরে চলছিল এই ফিচার উন্নয়নের কাজ। আগে থেকেই শোনা যাচ্ছিল, নির্দিষ্ট কিছু সময়ের মধ্যেই প্ল্যাটফর্মে যুক্ত হবে ৪কে সাপোর্ট, তবে নানা কারিগরি জটিলতায় তা কিছুটা বিলম্বিত হয়।
ভিডিও কনটেন্টের ওপর বেশি মনোযোগ দিচ্ছে এক্স। বিশেষ করে টিভি সেটে প্ল্যাটফর্মটির কনটেন্ট দেখা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ কারণে ভিডিওর গুণমান উন্নত করার ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
৪কে ভিডিও আপলোডের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা এখন আরও উন্নতমানের কনটেন্ট দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবেন। এতে করে দর্শক বাড়ানোর পাশাপাশি প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই সুবিধা পেতে হলে এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
এদিকে, লাইভস্ট্রিমিং সুবিধাও আরও উন্নত করার উদ্যোগ নিচ্ছে এক্স। কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে—উন্নত স্ট্রিমিং প্রযুক্তি, বাড়তি সম্প্রচারের ক্ষমতা ও আরও কিছু নতুন ফিচার আসছে শিগগিরই।