হোম > প্রযুক্তি

উইন্ডোজে আর ব্লু স্ক্রিন দেখাবে না, পরিবর্তে যা আসছে

আজকের পত্রিকা ডেস্ক­

এখন নীল রঙের স্ক্রিনে ‘স্যাড’ ইমোজি টি আর দেখা যাবে না। ছবি: আইপি ভ্যানিস

মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বহুল পরিচিত ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ বা বিএসওডি (BSOD) বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে জানিয়েছে, উইন্ডোজ ১১-তে পুরোনো নীল রঙের ওই ত্রুটিপূর্ণ স্ক্রিনের জায়গায় আসছে নতুন কালো রঙের ‘আনএক্সপেক্টেড রিস্টার্ট স্ক্রিন’।

নতুন এই স্ক্রিন দেখতে অনেকটা উইন্ডোজ আপডেটের সময় দেখানো কালো স্ক্রিনের মতোই হবে। তাতে থাকছে স্টপ কোড ও ত্রুটিপূর্ণ সিস্টেম ড্রাইভারের তথ্য, যা আগের স্ক্রিনে সব সময় দেখা যেত না। নতুন আপডেটের পর উইন্ডোজে নীল রঙের স্ক্রিনে ‘স্যাড’ ইমোজি টি আর দেখা যাবে না।

এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়। বরং এটি মাইক্রোসফটের নতুন ‘উইন্ডোজ রিসিলিয়েন্সি ইনিশিয়েটিভের (ডব্লিউআরআই) অংশ। গত বছর ‘ক্রাউডস্ট্রাইক’-এর একটি দুর্ঘটনায় বিশ্বজুড়ে ৮০ লাখের বেশি উইন্ডোজ মেশিন এবং ডিজিটাল বোর্ডে হঠাৎ স্যাড ইমোজিসহ সেই নীল স্ক্রিন দেখা যায়। এরপর থেকেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বলছে, নতুন এই স্ক্রিন ব্যবহারকারীদের ‘সহজ’ ও ‘দ্রুত’ কম্পিউটার চালুর পথ খুলে দেবে। প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সিকিউরিটির সহসভাপতি ডেভিড ওয়েস্টন ‘দ্য ভার্জ’কে বলেন, ‘এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো আরও স্পষ্টভাবে তথ্য উপস্থাপন এবং সমস্যার মূল জায়গায় দ্রুত পৌঁছানো, যাতে দ্রুত সমাধান সম্ভব হয়।’

মাইক্রোসফট জানিয়েছে, ‘আগামী গ্রীষ্মেই’ (জুন-আগস্ট) উইন্ডোজ ১১তে নতুন বিএসওডি স্ক্রিন চালু হচ্ছে। একই সময়ে অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসেও আসছে নতুন রূপ, যা উইন্ডোজ ১১-এর নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

এর সঙ্গে থাকছে ‘কুয়িক মেশিন রিকোভারি’ (কিউএমআর) নামের নতুন ফিচার, যা এমন পিসিগুলো দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করবে, যেগুলো বুট করতে পারে না।

এ ছাড়া আরও কিছু ফিচারও যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে—

কানেক্টেড ক্যাশ: এটি ইন্টারনেট ব্যান্ডউইথ সাশ্রয় করবে।

ইউনিভার্সাল প্রিন্ট: ব্যবহারকারী যেকোনো অনুমোদিত প্রিন্টারে যেকোনো স্থান থেকে প্রিন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

হটপ্যাচ: প্রতি মাসে গুরুত্বপূর্ণ সিকিউরিটি আপডেট ইনস্টল করবে, তাও আবার রিস্টার্ট ছাড়াই।

উইন্ডোজ ৩৬৫ রিভার্স: ব্যবহারকারীরা এতে সাময়িকভাবে একটি প্রস্তুতকৃত ক্লাউড পিসি ব্যবহার করতে পারবেন।

তবে পুরোনো উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সেই পুরোনো ব্লু স্ক্রিন, স্যাড ইমোজি, সাদা লেখা ও কিউআর কোড ঠিকই থাকছে।

তথ্যসূত্র: টমস হার্ডওয়্যার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি