হোম > প্রযুক্তি

শিক্ষার্থীদের জন্য বাজেট ডেস্কটপ

প্রযুক্তি ডেস্ক

লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি। 

দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।

এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র‍্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র‍্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র‍্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।

এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি