হোম > প্রযুক্তি

যেসব আইফোনের মডেল আইওএস ২৬ আপডেট পাবে

আজকের পত্রিকা ডেস্ক­

সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। ছবি: টমস গাউড

অ্যাপল ২০২৫ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২৫) উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এই আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিস্টেমে বড়সড় উন্নয়ন।

আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে আইফোন ১৭ সিরিজের সঙ্গে সেপ্টেম্বর মাসে। তবে নতুন আপডেটটি সব আইফোন মডেলের জন্য আসছে না।

যেসব আইফোন আইওএস ২৬ আপডেট পাবে না

অ্যাপল ঘোষণা দিয়েছে, নিচের তিনটি আইফোন মডেল আর আইওএস ২৬ আপডেট পাবে না—

  • আইফোন এক্সএস
  • আইফোন এক্সএস ম্যাক্স
  • আইফোন এক্সআর

এই তিনটি মডেল বাজারে এসেছিল ২০১৮ সালে এবং এতে রয়েছে এ১২ বায়োনিক চিপ। এই ডিভাইসগুলোর জন্য সর্বশেষ প্রধান সফটওয়্যার আপডেট হবে আইওএস১৮।

যদিও অ্যাপল সাধারণত নিরাপত্তা আপডেট কিছুদিন পর্যন্ত দিয়ে থাকে, তবু এই মডেলগুলো আর নতুন কোনো ফিচার, পারফরম্যান্স উন্নয়ন বা ভিজ্যুয়াল আপগ্রেড পাবে না।

এ১২ বায়োনিক চিপ প্রযুক্তিগতভাবে এখনো সক্ষম হলেও আইওএস২৬-এ থাকা অ্যাপল ইন্টেলিজেন্স চালিত অনেক নতুন ফিচার চালানোর জন্য এটি যথেষ্ট নয় বলে জানিয়েছে অ্যাপল।

আইওএস২৬ আপডেট পেতে যে আইফোন প্রয়োজন

আইওএস২৬ আপডেট পেতে হলে প্রয়োজন হবে এ১৩ বায়োনিক চিপ বা তার পরবর্তী সংস্করণ। অর্থাৎ, কেবল আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোই এই আপডেট পাবে।

যেসব মডেল পাবে আইওএস ২৬ আপডেট

  • আইফোন ১৬ই
  • আইফোন ১৬ এবং ১৬ প্লাস
  • আইফোন ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স
  • আইফোন ১৫ এবং ১৫ প্লাস
  • আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স
  • আইফোন ১৪ এবং ১৪ প্লাস
  • আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স
  • আইফোন ১৩ এবং ১৩ মিনি
  • আইফোন ১৩ প্রো এবং ১৩ প্রো ম্যাক্স
  • আইফোন ১২ এবং ১২ মিনি
  • আইফোন ১২ প্রো এবং ১২ প্রো ম্যাক্স
  • আইফোন ১১
  • আইফোন ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স
  • আইফোন এসই (২য় প্রজন্ম ও পরবর্তী)

এ ছাড়া সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। শুধু আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলগুলো এই ফিচারগুলো সমর্থন করবে।

ডেভেলপারদের জন্য এই আপডেট এখনই পাওয়া যাচ্ছে অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। আগামী মাস থেকে সাধারণ ব্যবহারকারীরা পাবেন পাবলিক বেটা সংস্করণ।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট