আমাদের প্রায় সবারই একাধিক গুগল অ্যাকাউন্ট আছে। হোক সেটা কাজের জন্য কিংবা পরবর্তী কোনো প্রয়োজনে ব্যবহার করার জন্য ব্যাকআপ ই-মেইল অ্যাড্রেস হিসেবে। এসব ব্রাউজার এখন প্রায় সব লগইনই পরিচালনা করে থাকে। কিন্তু গুগল ডক্স কিংবা জিমেইলের মতো সাইট নেভিগেট করার কারণে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা জটিল হতে পারে।
এসব জটিলতা এড়াতে হলে বেছে নিতে হবে গুগলের সহজ কিছু পদ্ধতি। গুগলে এমনভাবে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ তৈরি করা হয়েছে, যা যেকোনো ব্রাউজারে কাজ করে। এ ছাড়া ব্রাউজারগুলোরও বিভিন্ন অ্যাকাউন্ট খোলার কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যাতে ব্যবহারকারী বুঝতে পারেন, তিনি ঠিক কোন অ্যাকাউন্টটি খুলছেন।
যেভাবে অ্যাকাউন্ট পরিবর্তন করবেন