২০২৫ সালেই সম্পূর্ণ বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদন শুরু করবে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেন্টলি। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
বেন্টলির এই সিদ্ধান্ত তার মূল প্রতিষ্ঠান ভক্সওয়াগেনের জন্য ২০৩০ সালের মধ্যে একটি উল্লেখযোগ্য মাইলফলক হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাড়ি উৎপাদনে পরবর্তী দশকের মধ্যে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ বেন্টলি। এ ছাড়া নতুন গাড়ি তৈরির জন্য যুক্তরাজ্যের ক্রুয়ে শহরের প্ল্যান্টটি ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে তারা। তবে প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক গাড়িটি মডেল কী হবে সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানায়নি বেন্টলি।
বিশ্বের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বৈদ্যুতিক গাড়ির দিকে ধাবিত হচ্ছে। তা ছাড়াও বিভিন্ন দেশে জীবাশ্ম-জ্বালানি চালিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিনিয়োগ করতে এগিয়ে আসছে।
গত বছর বিশ্বব্যাপী বেন্টলির গাড়ি বিক্রি ৩১ শতাংশ বেড়েছে। এতে ওই বছরে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বেন্টলি।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন: