হোম > প্রযুক্তি

বাংলাদেশে হুয়াওয়ের ট্রেনিং সেন্টার

ফিচার ডেস্ক

ঢাকায় হুয়াওয়ের ট্রেনিং সেন্টার উদ্বোধন। ছবি: সংগৃহীত

বেইজ ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর জন্য ঢাকায় একটি ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগ দেশের বিটিএস ইঞ্জিনিয়ার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাঁদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য হুয়াওয়ের প্রতিশ্রুতি তুলে ধরে।

ট্রেনিং সেন্টারটিতে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। প্রথমত, হুয়াওয়ের গ্রাহক, সাব-কনট্রাক্টর ও চ্যানেল পার্টনারদের এখানে বিটিএসের সরঞ্জাম স্থাপন ও কমিশনিংয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাব-কনট্রাক্টরদের ইএইচএস নিশ্চিত করতে একটি প্রশিক্ষণের আয়োজন করেছিল হুয়াওয়ে। এই প্রশিক্ষণে সব পরিস্থিতিতে ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তার ওপর আলোচনা করা হয়।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট এবং হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, ‘টেলিকমিউনিকেশন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণকেন্দ্র তাঁদের আরও দক্ষ করে গড়ে তুলবে। একই সঙ্গে এটি কাজের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সাপ্লায়ারদের ইঞ্জিনিয়ারিং সেবা ও ইএইচএস ব্যবস্থাপনা উন্নত করতে হুয়াওয়ে ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। সব ধরনের পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে গুরুতর ঝুঁকি পর্যবেক্ষণ করে সমাধান করে থাকে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি