হোম > প্রযুক্তি

শাওমি ১৪ সিরিজে নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস

অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস নিয়ে আসার ঘোষণা দিল শাওমি। কোম্পানির সিইও লি জুন বলেন, এই সিস্টেম শাওমির নতুন ১৪ সিরিজের স্মার্টফোনে প্রথম পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

এক্স (টুইটার) লি জুন প্ল্যাটফর্মে বলেন, কয়েক বছরের শ্রমের ফসল হল শাওমির হাইপারওস। শুধু স্মার্টফোনগুলোর সিস্টেমকে সমর্থন দেবে না, ধীরে ধীরে কোম্পানির পুরো ইকোসিস্টেম এর আওতায় আসবে। 

শাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভিন বলেন, নতুন অপারেটিং সিস্টেমটি ফোন ও ট্যাবের মিউআইইইআইকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে স্মার্টফোনে হাইপার পারফরমেন্স, ফ্লুয়েডিটি ও যোগাযোগের নতুন যুগের সূচনা হবে। 

আলভিন নিশ্চিত করেন, হাইপারওএস শুধুমাত্র চীনের জন্য ছাড়া হবে না পুরো বিশ্বে এটি পাওয়া যাবে। ২০২৪ বছরজুড়ে এটি বিভিন্ন ডিভাইসের জন্য ছাড়া হবে। 

তবে সিসেস্টমটি শুধু মিউআইইইআই–এর রিব্র্যান্ডিং নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের নতুন একটি মোড়ক তা স্পষ্ট নয়। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে,  এটি পুরো নতুন একটি অপারেটিং সিস্টেম। হাইপারওস অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

২০১০ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক মিউআইইইআই নিয়ে আসে শাওমি। সিস্টেমটির সর্বশেষ ভার্সন হল মিউআইইইআই ১৪ , যা গত বছরের ডিসেম্বরে উন্মোচন করা হয়। বর্তমানে মিউআইইইআই এর ৫ হাজার ৬৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি