হোম > প্রযুক্তি

মহাকাশে সুপারকম্পিউটারের নেটওয়ার্ক গড়ে তুলছে চীন

আজকের পত্রিকা ডেস্ক­

চীন ইতিমধ্যেই ১২টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। ছবি: চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন

চীন মহাকাশে তাদের প্রথম সুপারকম্পিউটার স্যাটেলাইট নেটওয়ার্ক নির্মাণের কাজ শুরু করেছে। ‘স্টার কম্পিউট’ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১২টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। আগামী দিনে মোট ২ হাজার ৮০০টি স্যাটেলাইট নিয়ে একটি পূর্ণাঙ্গ সুপারকম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এই স্যাটেলাইটগুলো নির্মাণ করেছে চীনের এডিএ স্পেস, ঝিজিয়াং ল্যাবরেটরি এবং নিঝিয়াং হাই-টেক জোন। এডিএ স্পেস এক ঘোষণায় জানিয়েছে, স্যাটেলাইটগুলো নিজেরাই তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে, যার ফলে ভূপৃষ্ঠের কোনো কেন্দ্রে তথ্য পাঠানোর প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।

এডিএ স্পেস এই প্রকল্পকে বলছে ‘থ্রি-বডি কম্পিউটিং কনস্টেলেশন’। প্রতিটি স্যাটেলাইটে রয়েছে ৮ বিলিয়ন প্যারামিটারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং ৭৪৪ টেরা অপারেশন পার সেকেন্ড (টিওপিএস) গতিতে তথ্য বিশ্লেষণের ক্ষমতা। সবগুলো মিলে বর্তমানে ৫ পেটা অপারেশন পার সেকেন্ড (পিওপিএস) তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে।

মহাকাশে থাকা এসব স্যাটেলাইট পরস্পরের সঙ্গে লেজার প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবিট গতিতে যোগাযোগ করতে পারে এবং সম্মিলিতভাবে ৩০ টেরাবাইট ডেটা সংরক্ষণ করতে সক্ষম। এতে রয়েছে এক্স-রে পোলারাইজেশন ডিটেক্টর, যা গামা রশ্মি বিস্ফোরণের মতো দ্রুত ঘটে যাওয়া মহাজাগতিক ঘটনাগুলো শনাক্ত করতে পারে।

স্যাটলাইটগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতিও। এর মধ্যে রয়েছে এক্স-রে পোলারাইজেশন ডিটেক্টর, যা গামা রশ্মির বিস্ফোরণের মতো মহাজাগতিক ঘটনাগুলো শনাক্ত করতে পারে। এ ছাড়া, এসব স্যাটেলাইটগুলো থ্রিডি ডিজিটাল টুইন ডেটা তৈরি করতে পারে, যা জরুরি সেবা, গেমিং এবং পর্যটনের মতো খাতে ব্যবহার করা যাবে।

ভবিষ্যতে হাজার হাজার স্যাটেলাইট নিয়ে এক হাজার পেটা অপারেশন পার সেকেন্ড ক্ষমতাসম্পন্ন একটি মহাকাশভিত্তিক কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় চীন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, সাধারণত কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর তথ্যের ১০ শতাংশেরও কম পৃথিবীতে পৌঁছায়। কারণ, ব্যান্ডউইথ সীমিত এবং স্থলভিত্তিক স্টেশনের সংখ্যা কম। মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুললে এই সমস্যার সমাধান হতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক জোনাথন ম্যাকডাওয়েল বলেন, ‘মহাকাশে তথ্যকেন্দ্রগুলো সৌরশক্তি ব্যবহার করতে পারে এবং তাপ মহাশূন্যে বিকিরণ করতে পারে, যা বিদ্যুৎশক্তির খরচ ও কার্বন নিঃসরণ কমাবে।’

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপও ভবিষ্যতে এমন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে পারে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট