হোম > প্রযুক্তি

নতুন স্মার্টফোনে দ্রুত ডেটা স্থানান্তরের ফিচার আনছে গুগল 

পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। 

বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল। 

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি। 

এই ফিচারের সঙ্গে  ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে। 

ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন  পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে। 

এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট