হোম > প্রযুক্তি

এআই খাতে ৫৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আলিবাবার

প্রতীকী ছবি

চীনা টেক জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য অবকাঠামো নির্মাণে ৩৮০ বিলিয়ন ইউয়ান বা ৫৩ বিলিয়ন ডলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ডাটা সেন্টারসহ এআই সংশ্লিষ্ট বিভিন্ন খাতে উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করা হবে। এই বিশাল বিনিয়োগ ই-কমার্স জায়ান্টটির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নেতৃত্বের স্থানে আসার উচ্চাকাঙ্ক্ষাকে স্পষ্ট করে তুলেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এমন এক সময়ে এই বিষয়ে প্রকাশ্যে এল যার মাত্র কয়েক দিন আগেই, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাসহ দেশটি শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিলেন।

জ্যাক মা প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এআই ও ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কের জন্য গত এক দশকের তুলনায় আরও বেশি ব্যয় করার পরিকল্পনা করছে। আলিবাবা চায়, ক্রমবর্ধমান কম্পিউটিং শক্তির প্রয়োজনীয়তা মেটাতে এমন প্রতিষ্ঠানগুলোর প্রধান অংশীদার হতে, যারা এআই মডেল তৈরি ও বাস্তব জীবনে প্রয়োগ করছে। কোম্পানিটি তাদের অফিশিয়াল ব্লগে এই তথ্য জানিয়েছে।

২০২০ সালে শুরু হওয়া সরকারি নিয়ন্ত্রণের ধাক্কা সামলে উঠতে আলিবাবা ব্যবসার কেন্দ্রবিন্দু পুনর্নির্ধারণ করছে। যেখানে মূলত ই-কমার্স ও এআইকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত সপ্তাহে, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডি উ ঘোষণা করেন, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এজিআই) এখন তাদের প্রধান লক্ষ্য। এআই প্রতিযোগিতায় এরই মধ্যে ওপেনএআই ও মাইক্রোসফট করপোরেশন থেকে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মতো মার্কিন টেক জায়ান্টরা এগিয়ে আছে।

মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড থেকে শুরু করে আমাজন ডটকম ইনকর্পোরেটেড পর্যন্ত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই পরিষেবার জন্য প্রয়োজনীয় ডাটা সেন্টার তৈরি ও পরিচালনায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এটি প্রযুক্তির ভবিষ্যতের প্রতি তাদের আস্থার প্রতিফলন।

তবে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে যে, এই বিশাল কম্পিউটিং ক্ষমতার চাহিদা আসলেই থাকবে কিনা, বিশেষ করে যখন চীনা স্টার্টআপ ডিপসিক তুলনামূলক কম ব্যয়ে একটি মডেল তৈরি করতে সক্ষম হয়েছে। মাইক্রোসফট চলতি বছরে এআই ডাটা সেন্টারের জন্য ৮০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে, আর মেটা ২০২৫ সালে এ খাতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

তবু বিনিয়োগকারীরা আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিযোগিতার প্রত্যয়কে ইতিবাচকভাবে দেখছেন। উ-র এজিআই-সংক্রান্ত মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ আলিবাবার মূল ব্যবসা দীর্ঘদিন ই-কমার্স কেন্দ্রিক ছিল।

২০২৫ সালে এখন পর্যন্ত আলিবাবার বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। জ্যাক মা সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আহ্বানে এক শীর্ষ সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনে চীনের প্রযুক্তি ও ব্যবসায়ের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উদ্যোক্তারা। এটি আলিবাবার প্রতি সরকারের নতুন মনোভাব ও প্রতিষ্ঠানটির পুনরুত্থানের ইঙ্গিত দেয়।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব