হোম > প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে আজ, মিলবে ৫ জিবি ডেটা বোনাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট আজ রোববার বেলা ৩টায় চালু হচ্ছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর আজ বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফোর জি ইন্টারনেট সেবা চালুর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ৫ জিবি করে ডেটা বোনাস দেবে সব মোবাইল অপারেটর। এর মেয়াদ থাকবে তিন দিন।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই রাতে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বিঘ্নিত হতে শুরু করে। ১৮ জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। এতে দেশের ডিজিটাল সব সেবা স্থবির হয়ে পড়ে।

পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তখন অগ্রাধিকারভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা।

এদিকে বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে খুলে দেওয়া হয় ব্রডব্যান্ড।

গত দশ দিনে সহিংসতাসহ বিভিন্ন কারণে আইসিটি খাতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব