হোম > প্রযুক্তি

হাজার হাজার কর্মী ছাঁটাই করবে ইন্টেল 

আর্থিক ক্ষতি পোষাতে ও বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হাজার হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিল ইন্টেল। সেই সঙ্গে কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, কম্পিউটার চিপ শিল্পে বড় অবদান রাখে ইন্টেল। তবে কোম্পানিটি কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে। এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।

উৎপাদন প্রক্রিয়ার উন্নতি, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও নতুন বাজার অন্বেষণের দিকে মনোনিবেশ করছেন ইন্টেলের সিইও।

২০২২ সালের অক্টোবরে, ইন্টেল খরচ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছিল। কোম্পানিটির কর্মী সংখ্যা কমানো এই পরিকল্পনার অংশ ছিল। ২০২৩ সালে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার খরচ কমানোর চিন্তা করেছিল কোম্পানিটি। এ জন্য ১ লাখ ৩১ হাজার ৯০০ থেকে ১ লাখ ২৪ হাজার ৮০০ জনে কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি থেকে থেকে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার কমিয়ে ফেলতে পারবে বলে কোম্পানিটি আশা করে।

তবে বিশ্লেষকদের মতে, ইন্টেলের এই বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আয় গত বছরের মতোই হবে। তারা ভবিষ্যদ্বাণী করেছে কোম্পানিটির ডেটা সেন্টার ও এআই ব্যবসাগুলো প্রায় ২৩ শতাংশ কমে যাবে।

ইন্টেল সব সময় নিজস্ব চিপ তৈরি করেছে। কিন্তু এখন অন্যান্য কোম্পানির জন্যও চিপ তৈরি করে।

উত্তর আমেরিকায় চিপ উৎপাদনের জন্য নতুন সরকারি উদ্যোগ ভবিষ্যতে ইন্টেলকে লাভবান করবে বলে আশা করেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো চিপের জন্য তাইওয়ানের ওপর নির্ভরতা কমানো ও দেশটির সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা। তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রধান চিপ সরবরাহকারী।

সুতরাং, ইন্টেল আর্থিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও প্রযুক্তিগত বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে চাকরি ছাঁটাইয়ের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মাধ্যমে প্রযুক্তি খাতের প্রতিযোগিতায় টিকে থাকবে বলে আশা করছে কোম্পানিটি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব