হোম > প্রযুক্তি

স্মার্ট ডিভাইস স্মার্ট ওয়াচ

ফারিয়া রহমান খান

ব্লুটুথ স্মার্ট ওয়াচ হলো একটি উন্নতমানের মিনি কম্পিউটার ডিভাইস, যা দেখতে হাতঘড়ির মতোই। এই স্মার্ট ওয়াচ সময় দেখানো ছাড়াও নানা কাজ করতে পারে বলে এগুলো আর পাঁচটি ঘড়ির চেয়ে আলাদা। স্মার্ট কম্পিউটিং সিস্টেম থাকার কারণে এই ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে তথ্য গ্রহণ, বিশ্লেষণ, ফলাফল জানানো, থার্মোমিটার, ক্যালকুলেটর, এমনকি কম্পাসের কাজেও ব্যবহৃত হয়। সে জন্য থাকতে হবে শুধু ইন্টারনেট।

ব্লুটুথ ঘড়ি ব্যবহারের সুবিধা

  • ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যুক্ত করে এই স্মার্ট ওয়াচ থেকে ইনকামিং কল, মেসেজ ও নানা খুঁটিনাটি তথ্য ফোনের দিকে না তাকিয়েই জানা যায়।
  • স্মার্ট ওয়াচের জনপ্রিয় ফিচার হলো স্বাস্থ্য ও সুস্থতা-সম্পর্কিত তথ্য। এই ওয়াচগুলোতে থাকে পেডোমিটার, হার্ট-রেট মনিটর, ফিজিক্যাল অ্যাকটিভিটি ট্র্যাকার, ব্লাড প্রেশার মনিটর ও স্লিপ মনিটর।
  • এগুলোতে আছে নেভিগেশনের সুবিধা। এই সুবিধা থাকায় পথে-ঘাটে চলার সময় বারবার স্মার্টফোন ঘেঁটে রাস্তা খুঁজে বের করতে হয় না। হাতের ঘড়ি দেখলেই চলে।
  • এ ছাড়া স্মার্ট ওয়াচে রয়েছে ফোন বা চাবি খুঁজে পাওয়ার ফিচার। এর ফলে ঘড়িতে ফাইন্ড মাই ফোন অপশনে ক্লিক করলে আপনার ফোনটি পুরো ভলিউমে বাজতে শুরু করবে এবং আপনি সহজেই ফোন খুঁজে পাবেন।
  • এত কিছুর পরেও স্মার্ট ওয়াচ নিঃসন্দেহে একটা ঘড়ি, যার প্রাথমিক কাজ সময় দেখানো। তবে এখনকার মডেলগুলো সময় দেখানো ছাড়াও অ্যালার্ম, স্টপওয়াচ এবং টাইমারের কাজও করে থাকে।

কোথায় পাবেন ও দরদাম
যেকোনো ঘড়ির দোকানে আপনি এই স্মার্ট ওয়াচগুলো খুঁজে পাবেন। তা ছাড়া বিভিন্ন অনলাইন শপ থেকেও খুঁজে নিতে পারেন আপনার পছন্দের ঘড়িটি। এই ঘড়িগুলোর মূল্য ১ হাজার ৫০০ থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আর দেরি কেন? নিজের জীবনকে একটু সহজ করতে বাজেট অনুযায়ী পছন্দের স্মার্ট ওয়াচটি কিনে নিন।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব