হোম > প্রযুক্তি

কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করল অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক

টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। তবে এআইয়ের ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হওয়ার শঙ্কায়ও রয়েছে প্রতিষ্ঠানগুলো। এই শঙ্কা থেকেই এবার কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং।

ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের ডেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির আশঙ্কা করছে— জেনারেটিভ এআই ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হতে পারে। তাই আগামী এক মাস কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, এখন থেকে আইফোনে সহজেই ব্যবহার করা যাবে ওপেনএআইয়ের এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই। 

এর আগে, কর্মীদের জন্য চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করে টেক জায়ান্ট স্যামসাং। তবে শুধু মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এক বিবৃতিতে জানায়, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এআই পরিষেবার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ-সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যথাযথ পদক্ষেপ নেওয়ার আগে সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি

হোলন আইকিউ ২০২৫: শীর্ষস্থানীয় ১০০ অ্যাডটেকে ৫ বাংলাদেশি স্টার্টআপ

ভূমিকম্পে প্রয়োজনীয় গ্যাজেট

এ বছরের সেরা ৫ গেম