হোম > প্রযুক্তি

উইন্ডোজ ১০ এর ফ্রি আপডেট বন্ধ হয়ে যাচ্ছে 

২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়। 

গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে। 

২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। 
 
বিভিন্ন তথ্যসূত্রের মতে, ২০২৪ সালে উইন্ডোজ ১২ বাজারে ছাড়া হবে। তথ্যটি সঠিক হলেও উইন্ডোজ ১২ আপডেট বিনামূল্যে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ ১২ তে এআইভিত্তিক অনেক ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া গত নভেম্বরে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করছে মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন। ২৩ এইচ ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে-ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি