হোম > প্রযুক্তি

স্বাস্থ্যসচেতন মানুষের জন্য হুয়াওয়ের নতুন ওয়াচ বাডস

কুহেলী রহমান, ঢাকা

ডাইসনের বাতাস বিশুদ্ধকারী হেডফোন কিংবা গারমিনের সৌরচালিত স্মার্টওয়াচ, পরিধানযোগ্য প্রযুক্তি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। হুয়াওয়ের ওয়াচ বাডস পরিধানযোগ্য প্রযুক্তিতে আরেকটি নতুন সংযোজন। এটি বিল্ট-ইন টিডব্লিউএস ইয়ারফোনসহ একটি স্মার্টওয়াচ।

আপনি যদি স্বাস্থ্যসচেতন হয়ে থাকেন, তাহলে হুয়াওয়ের এই নতুন ওয়াচ বাডস আপনার জন্যই। এতে আছে এসপিও ২ সেন্সর ও হার্টরেট সেন্সর। এ ছাড়া এটি থেকে ইসিজি করতে পারবেন। মোট ৮০টি ওয়ার্ক আউট মুড ও ২০০টি হেলথ কোর্স ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

হুয়াওয়ে ওয়াচ বাডসে আছে ম্যাগনেটিক লিড। এই লিড খুললে ভেতরে এক জোড়া ইয়ারফোন পাবেন। এতে রয়েছে থ্রিডি কার্ভড ডিসপ্লে। সঙ্গে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ৪৭ এমএম ব্যাসের ডায়াল আছে এই ডিভাইসে। আরও আছে ১ দশমিক ৪৭ ইঞ্চি বৃত্তাকার অ্যামোলেড ডিসপ্লে। ঘড়ির ভেতরে থাকছে বুলেট ডিজাইনের ওয়্যারলেস ইয়ারবাড। প্রতিটি ইয়ারবাডের দৈর্ঘ্য ২১ মিমি ও প্রস্থ ১০ মিমি, ওজন ৪ গ্রাম। এই ইয়ারবাড ট্যাপ করে সাউন্ড ও প্লে-ব্যাক কন্ট্রোল করা যাবে।

এআই নয়েজ ক্যানসেলিং ফিচার ও ট্রান্সপারেন্সি মুড পাবেন ইয়ারবাডটিতে। পানি ও ধুলা থেকে রক্ষার জন্য এতে রয়েছে আইপি ৫৪ রেটিং। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্টওয়াচের ভেতরে যেন পানি না ঢোকে ব্যবহারের সময়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ ছাড়া ইয়ারফোন যখন স্মার্টওয়াচের ভেতরে চার্জে বসানো হবে, তখন সঠিক অ্যালাইনমেন্টের জন্য থাকছে বিশেষ ম্যাগনেট।

স্মার্টওয়াচ ও ইয়ারবাড সচল রাখতে এই ফিচার প্যাকড ডিভাইসে ৪১০ এমএএইচ ব্যাটারি দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, এক চার্জে তিন দিন চলবে এই স্মার্টওয়াচ। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি। এক চার্জে টানা ৪ ঘণ্টা গান শোনা যাবে। হুয়াওয়ে ওয়াচ বাডসের দাম ৪৬ হাজার ৩৭৩ টাকা।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি