হোম > প্রযুক্তি

আইফোনের পর অ্যান্ড্রয়েডেও যে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আজকের পত্রিকা ডেস্ক­

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের বেটা ভার্সন ২.২৫.১৮.২৯-এ ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ছবি: ডিজিটাল ট্রেন্ডস

মেটা মালিকানাধীন জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার আনতে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে অ্যাপের মধ্যেই মোবাইল ক্যামেরা ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর বরাতে জানা গেছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের বেটা ভার্সন ২.২৫.১৮.২৯-এ ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের আর আলাদা কোনো স্ক্যানার অ্যাপ ব্যবহার করতে হবে না।

নতুন ফিচারটি যেভাবে কাজ করবে

নতুন এই ফিচার চালু হলে, আগের মতোই অ্যাটাচমেন্ট মেনুতে (যেখান থেকে ছবি, ভিডিও বা ডকুমেন্ট পাঠানো হয়) ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে একটি অতিরিক্ত অপশন দেখা যাবে। এই অপশন সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপ ফোনের ক্যামেরা চালু করবে এবং ব্যবহারকারী সরাসরি ক্যামেরা দিয়ে কাগজপত্র স্ক্যান করতে পারবেন।

স্ক্যান করার পর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফাইলটিকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করবে। এরপর চাইলে ব্যবহারকারী এটি সরাসরি কোনো চ্যাটে পাঠাতে পারবেন।

স্ক্যানিংয়ের জন্য থাকছে দুটি মোড—ম্যানুয়াল এবং অটোমেটিক। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজেই শাটার বাটন চাপ দিয়ে ছবি তুলবেন। অন্যদিকে, অটোমেটিক মোডে অ্যাপটি নিজেই ডকুমেন্টের প্রান্ত শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলে নেবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুততর স্ক্যানিংয়ের অভিজ্ঞতা দেবে।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের এই ডকুমেন্ট স্ক্যানিং ফিচার সম্পূর্ণভাবে অন-ডিভাইস ভিত্তিতে কাজ করে। অর্থাৎ ব্যবহারকারীর ফোনেই ছবি তোলা, প্রক্রিয়াকরণ এবং পিডিএফ তৈরি সম্পন্ন হয়। কোনো তথ্য মেটা বা তৃতীয় পক্ষের সার্ভারে আপলোড হয় না।

শুধু ব্যবহারকারী যদি পিডিএফ ফাইলটি কাউকে পাঠান, তখনই সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার হবে। প্রতিটি বার্তার মতো এই ডকুমেন্টও হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে সুরক্ষিত থাকবে। ফলে শুধু প্রেরক ও প্রাপকই এটি দেখতে পারবেন।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ২০২৪ সালের ডিসেম্বর মাসে আইফোন ব্যবহারকারীদের জন্য প্রথম এই ফিচার চালু করে। আইওএস ভার্সন ২৪.২৫.৮০–এ ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশনটি যুক্ত করা হয়, যা পরে ২৪.২৫.৮৯ সংস্করণে আরও উন্নত করা হয়।

এআই ফিচারও আসছে হোয়াটসঅ্যাপে

ডকুমেন্ট স্ক্যানার ছাড়াও হোয়াটসঅ্যাপ বর্তমানে আরও কিছু গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ফিচার পরীক্ষা করছে। এগুলোর মধ্যে রয়েছে—

সামারাইজ উইদ মেটা এআই: অপঠিত মেসেজগুলোর সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে।

রাইটিং হেল্প: বার্তা পাঠানোর আগে টোন ও স্পষ্টতা ঠিক করতে সহায়তা করে।

মেসেজ ট্রান্সলেশন: চ্যাটের মধ্যেই রিয়েল-টাইম ভাষান্তরের সুবিধা দেয়।

গোপনীয়তা রক্ষা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক সময়ে আরও সতর্ক হয়েছে। সর্বশেষ তারা অ্যাপলসহ অন্যান্য টেক জায়ান্টের সঙ্গে যুক্তরাজ্য সরকারের একটি প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেখানে সরকারের জন্য এনক্রিপটেড ডেটার ‘ব্যাকডোর’ রাখার দাবি করা হয়েছিল।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি