হোম > প্রযুক্তি

সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিত: ইইউয়ের পর টুইটারের নিন্দায় জাতিসংঘ

প্রযুক্তি ডেস্ক

সাংবাদিককদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করায় ইউরোপীয় ইউনিয়নের পর এবার জাতিসংঘও সামাজিক যোগাযোগের মাধ্যমটির সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর মধ্যেই টুইটারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইইউ। এটা নিয়ে চলমান বিতর্কের মধ্যে গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) এক টুইটে জাতিসংঘ বলেছে, ‘মিডিয়ার স্বাধীনতা কোনো খেলনা নয়।’

জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশন্স সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’

গত শুক্রবার ইইউ কমিশনার ভেরা জোরোভা ইউরোপের নতুন ডিজিটাল সেবা আইনের অধীনে টুইটারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। এ আইনে মিডিয়ার স্বাধীনতা এবং মৌলিক অধিকারকে সম্মানের কথা বলা হয়েছে। টুইটে ইলন মাস্ককে আরও সচেতন হতেও বলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকও রয়েছেন। শুক্রবার তাঁরা নিজেদের অ্যাকাউন্ট স্থগিত দেখতে পান।

টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়া সাংবাদিকের তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি. ম্যাশেবলের ম্যাট বাইন্ডার ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র টুইটারের এই পদক্ষেপকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘যাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তাঁরা কেউই এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা পাননি।’

সিএনএন বলেছে, বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট অযৌক্তিকভাবে বন্ধ করা উদ্বেগজনক, তবে আশ্চর্যজনক নয়। সিএনএন কর্তৃপক্ষ টুইটারের কাছে এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছে। সিএনএনের সাংবাদিক ডনি ও’সুলিভানের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন, ‘টুইটারের এই পদক্ষেপ সাংবাদিকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যাঁরা মাস্কের অন্যান্য কোম্পানির সমালোচনা করে থাকেন।’

এসব অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপের ব্যাপারে ইলন মাস্ক সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘সারা দিন আমার সমালোচনা করা অবশ্যই ভালো। তবে আমার লোকেশন ট্র্যাক করা এবং আমার পরিবারকে বিপন্ন করা নিশ্চয় ভালো কাজ নয়।’

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের