হোম > খেলা > টেনিস

টোকিও অলিম্পিকে অনিশ্চিত নাদালও

ঢাকা: জাপানে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। আর দুই মাস পর টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক ২০২০। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাফায়েল নাদালের অলিম্পিকে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী দুই মাসে জাপানের অবস্থা বুঝে অলিম্পিকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ টেনিস তারকা।

করোনা মহামারি ঠেকাতে জাপানের রাজধানী টোকিওতে চলছে জরুরি অবস্থা। ২৩ জুলাই শুরু হওয়ার কথা অলিম্পিকের। এই অবস্থায় জাপানে অলিম্পিক হওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন দেশটির নারী টেনিস তারকা নাওমি ওসাকা। ওসাকার সংশয় প্রকাশের পর টোকিও অলিম্পিকে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন নাদালও। জুলাইয়ে টোকিওতে যাওয়া নিয়ে ২০বারের গ্র্যান্ড স্লামজয়ী বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে অলিম্পিকে না যাওয়ার কথা কখনোই ভাবতাম না। করোনা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।’

নাদাল আরও যোগ করেছেন, ‘সাধারণত ১ জানুয়ারি থেকে পুরো বছরের সূচি ঠিক করি। এই বছরটা অন্য বছরগুলোর মতো স্বাভাবিক না। টোকিও অলিম্পিকে যাওয়া তাই অনিশ্চিত।’

টোকিও অলিম্পিকে যাওয়া নিয়ে সংশয়ে আছেন সেরেনা উইলিয়ামসও। তিন বছরের মেয়ে অলিম্পিয়াকে যুক্তরাষ্ট্রে রেখে জাপানে থাকা তাঁর পক্ষে অসম্ভব। সেরেনারও তাই অলিম্পিকে অংশ নেওয়া অনেকটাই অনিশ্চিত।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস