হোম > খেলা > টেনিস

চার বছরের মধ্যে তৃতীয়বার মন্টে কার্লো জয় সিৎসিফাসের 

কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক। 

গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর। 

এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি। 

সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’ 

শিরোপা জিতে এটিপি র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র‍্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে। 

সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস