হোম > খেলা > টেনিস

মেলবোর্ন ছেড়ে দুবাই যাচ্ছেন জোকোভিচ

আপিলে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলার আর কোনো সম্ভাবনা নেই রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। বাস্তবতা বুঝতে পেরে জোকোভিচও আর সময় নষ্ট করেননি। অস্ট্রেলিয়া ছেড়ে উড়াল দিয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে মেলবোর্ন ত্যাগ করেন তিনি। 

এর আগে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিশেষ ক্ষমতা বলে দ্বিতীয়বার জোকোভিচের ভিসা বাতিল করেছিলেন। করোনার টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা যাবে না-অস্ট্রেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তের ওপর বহাল থাকার সিদ্ধান্ত দেয় অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টও। 

এক বিবৃতিতে অ্যালেক্স হক জানান, জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত জনস্বার্থেই নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর এবার তো বটেই পরের তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না তিনি। জোকোভিচ অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন। 

আইনি লড়াইয়ে হারের পর এক প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেন, ‘আদালতের ফলাফলের শুনানি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি বিবৃতি দিতে চাই। পরবর্তী মন্তব্য করার আগে আমি বিশ্রাম নিতে চাইব এবং সেরে উঠতে নিজেকে সময় দেব।’ 

রায় নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে জোকোভিচ আরও বলেন, ‘মন্ত্রীর দেওয়া আমার ভিসা বাতিলের সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য আমার করা আবেদন খারিজ হওয়াতে আমি অত্যন্ত হতাশ। যার অর্থ হচ্ছে, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারব না। আমি আদালতের রায়ের প্রতি সম্মান জানাচ্ছি এবং এই দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’ 

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস