হোম > খেলা > টেনিস

সেমিফাইনালেই শেষ জোকোভিচের পথচলা 

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো আগেই করে ফেলেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন তিনি। এবার সেই টুর্নামেন্টে সেমিফাইনালেই থামতে হলো ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী তারকাকে। ইয়ানিক সিনারের কাছে হেরে ফাইনালে আর ওঠা হলো না জোকোভিচের। 

রড লেভার অ্যারেনাতে আজ শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন সিনার। প্রথম দুই সেটে জোকোভিচ হেরে যান একতরফাভাবে। ৬-১, ৬-২ গেমে প্রথম ও দ্বিতীয় সেট জেতেন সিনার। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জোকোভিচ। যেখানে প্রায় এভাবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অসংখ্য রেকর্ড কীর্তি রয়েছে সার্বিয়ান টেনিস তারকার। তৃতীয়  সেটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ম্যাচের ফল এসেছে টাইব্রেকারে এসে। শেষ পর্যন্ত তৃতীয় সেট টাইব্রেকারে ৮-৬ গেমে জেতেন জোকোভিচ। ফাইনালে জেতে হলে জিততে হবে বাকি দুই সেট— অতীতে এমন কঠিন সমীকরণ জোকোভিচ মিলিয়েছেন বারবার। তবে এবার আর তা সম্ভব হয়নি। চতুর্থ সেটে ৬-৩ গেমে জেতেন সিনার। এক সেট আগে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি জোকোভিচের।

এর আগে মেলবোর্ন পার্কে টানা ৩৩ ম্যাচ অপরাজিত ছিলেন জোকোভিচ। ২০১৮ থেকে সেই জয়যাত্রা ছুটছিল সার্বিয়ান এই টেনিস তারকার। এবার জোকোভিচের জয়রথ থামালেন সিনার। তাতে সিনার প্রথমবার খেলতে যাচ্ছেন কোনো  গ্র্যান্ড স্লাম ফাইনাল।

২৪ গ্র্যান্ড স্লামের মধ্যে ১০ বারই জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেনের শিরোপাও জিতেছিলেন তিনি। তবে সার্বিয়ান টেনিস তারকা উইম্বলডনে হেরে যান কার্লোস আলকারাসের কাছে।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস