হোম > খেলা > টেনিস

রোমে জিতে ফ্রেঞ্চ ওপেনের বার্তা দিলেন নাদাল

ঢাকা: সময়টা বেশ উপভোগ করছেন রাফায়েল নাদাল। এপ্রিলে জিতলেন বার্সেলোনা ওপেনের ১২তম শিরোপা। এ মাসের শুরুতে জিতলেন চতুর্থ লরিয়াস পুরস্কার। এবার জিতলেন ইতালিয়ান ওপেনও। কাল রোমে নোভাক জোকোভিচকে ৭-৫, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের দশম শিরোপা শোকেসেই শুধু তোলেননি, এক সপ্তাহ পর শুরু ফ্রেঞ্চ ওপেনের আগে বার্তাও দিয়ে রাখলেন নাদাল। এবারও ফ্রেঞ্চ ওপেন জিততে উন্মুখ ক্লে কোর্টের ‘রাজা’ নাদাল সবাইকে জানিয়ে দিলেন, আবারও আসছি আমি!

পরশু রোমে শিরোপাজয়ী নাদাল উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘খুব করে চাইছিলাম শিরোপাটা জিততে। আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন এই শিরোপা।’ হেরেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন পাঁচবারের ইতালিয়ান ওপেন জয়ী জোকোভিচ, ‘রাফার বিপক্ষে ফাইনাল খেলার মতো চ্যালেঞ্জ পৃথিবীতে খুব কম। প্রায় তিন ঘণ্টার এ লড়াই আসলেই উপভোগ্য ছিল। হেরে হতাশ না হয়ে নিজের পারফরম্যান্সে বরং খুশি।’

ইতালিয়ান ওপেনের এই শিরোপা নিয়ে চারটি ইভেন্টে দশ কিংবা দশের বেশি শিরোপা জিতেছেন নাদাল। বার্সেলোনা ওপেনের শিরোপা ঘরে তুলেছেন ১২বার আর ১১টি করে শিরোপা জিতেছেন রোলাঁ গারোঁ ও মন্টে কার্লো ওপেন। জোকোভিচের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ (৩৬) এটিপি মাস্টার্সও জিতলেন স্প্যানিশ টেনিস তারকা।

এ নিয়ে জোকোভিচ-নাদাল ৫৭বার একে অপরের মুখোমুখি হয়েছেন। সর্বশেষ ২০২০ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে দেখা হয়েছিল দুই তারকার। সেখানেও জিতেছিলেন নাদাল। তবু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা জিতেছেন ২৯ ম্যাচ আর নাদাল জিতেছেন ২৮টি।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস