ঢাকা: প্রথম সেটে পিছিয়ে পড়েও মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আলেকসান্দার জেভরেভ। মাদ্রিদে পরশু মাত্তেও বেরেত্তিনিকে ৬-৭ (৮-১০), ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয়বার এই শিরোপা ঘরে তুললেন জার্মান টেনিস তারকা। অন্যদিকে কাছাকাছি গিয়েও প্রথমবারের মতো এটিপি মাস্টার্স শিরোপা জেতা হলো না বেরেত্তিনির।
পরশু মাদ্রিদে টুর্নামেন্টের ফাইনালে প্রথম সেটটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। জমে ওঠা সেটিট গড়ায় টাইব্রেকারে। জেভরেভের দুই ভুলের সুযোগে সেটটি দারুণভাবে জিতে নেন বেরেত্তিনি। পরের সেটে জেভরেভের সাবলীলভাবে সার্ভ তাকে সমতা ফেরাতে সাহায্য করেছে। তবে তৃতীয় সেটে ইতালিয়ান প্রতিপক্ষকে আর সুযোগ দেননি জেভরেভ। বেরেত্তিনিকে ৬-৩ গেমে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন জেভরেভ।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত জেভরেভ বলেন, ‘এই জয় অবশ্যই বিশেষ কিছু। আমি এটা উপভোগ করতে চাই।’