হোম > খেলা > টেনিস

আবারও জোকোভিচের নাম প্রত্যাহার, নাদালের প্রতিপক্ষ ১৬ বছরের ব্লাঞ্চ

এ সপ্তাহে শুরু মাদ্রিদ ওপেনে খেলবেন না রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। গতকাল হওয়া ড্রয়ে ছিল না তাঁর নাম। ৩৬ বছর বয়সী সার্বিয়ান নাম প্রত্যাহার করে নিয়েছেন মাদ্রিদ ওপেন থেকে। 

জোকোভিচ এ মৌসুমে চারটি টুর্নামেন্টে খেললেও কোনো শিরোপা জিততে পারেননি। এ নিয়ে চার বছরের মধ্যে তিনবার মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। তবে ২৬ মে থেকে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে রোমে ইতালিয়ান ওপেনে খেলতে পারেন এ শীর্ষ বাছাই। 

মাদ্রিদ ওপেন না খেললেও পরশু মাদ্রিদে এল ক্লাসিকো দেখেছেন জোকোভিচ। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার মাস্টার্স ১০০০-এর কোনো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। এর আগে সরে দাঁড়িয়েছিলেন মার্চের মায়ামি ওপেন থেকে। 

ফ্রেঞ্চ ওপেনের আগে চোট থেকে ফেরার জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া আরেক টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালকে অবশ্য দেখা যাবে মাদ্রিদ ওপেনে। ক্লে কোর্টের রাজার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ আমেরিকার ১৬ বছর বয়সী ডারউইন ব্লাঞ্চ। সেখানে জিতলে ৩৭ বছর বয়সী স্পেনিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন অ্যালেক্স ডি মিনাউরের। গত সপ্তাহে এই অস্ট্রেলিয়ানের কাছে বার্সেলোনা ওপেনে হেরে রাউন্ড ৩২ থেকে বিদায় নিয়েছিলেন নাদাল।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস