হোম > খেলা > টেনিস

জোকোভিচকে ভুগিয়েই হারলেন টেনিসের নতুন এই চমক

ঢাকা: শুরুতে হেরে ঘুরে দাঁড়ানোর ঘটনা অতীতেও ঘটিয়েছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে আরও একবার জোকোভিচ দেখালেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। ৭৬ নম্বর বাছাই লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে প্রথম দুই সেটে ৭–৬ (৯–৭) ও ৭–৬ (৭–২) গেমে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ। এরপরই দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফেরেন সার্বিয়ান সুপারস্টার।

তৃতীয় ও চতুর্থ সেটে শীর্ষ বাছাই জোকোভিচ জেতেন ৬–১ ও ৬–০ গেমে। পঞ্চম সেটে গিয়ে ম্যাচই আর শেষ করতে পারেননি ইতালির নতুন চমক মুসেত্তি। ম্যাচে জোকোভিচ যখন ৪–০ গেমে এগিয়ে, তখনই চোট ও ক্লান্তিতে হার মেনে নেন ইতালির ১৯ বছর বয়সী এই তারকা।

চতুর্থ রাউন্ডে উঠেই চমক দেখিয়েছিলেন মুসেত্তি। টেনিসের নতুন প্রজন্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে ডেভিড গফিনকে বিদায় করা এই তরুণকে। জোকোভিচের বিপক্ষে হেরে গেলেও দারুণ নৈপুণ্যে প্রশংসিত হচ্ছেন মুসেত্তি।

শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ আরেক ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি। ফেদেরার সরে যাওয়ায় চতুর্থ রাউন্ডে না খেলেই কোয়ার্টার নিশ্চিত করেছেন বেরেত্তিনি।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস