হোম > খেলা > টেনিস

ফেদেরার-নাদালের পাশে বসলেন জোকোভিচ

রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র‍্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন নোভাক জোকোভিচ।  উইম্বলডনের ফাইনালে  মাত্তেও বেরাত্তিনির বিপক্ষে জোকোভিচের জয়  ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। 

প্রথমবারের মতো ফাইনালে ওঠা বেরাত্তিনির সামনে  সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম গ্র‍্যান্ড স্লাম জয়েরও। জোকোভিচের রেকর্ড গড়ার দিনে খুব একটা পাত্তা  পাননি বাছাইয়ের নয় নম্বরে থাকা এই ইতালিয়ান টেনিস তারকা।

প্রথম সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বেরাত্তিনিই জিতেছিলেন।  কিন্তু  জোকোভিচ তো এমনই! প্রথম সেটে হেরে ফিরে আসার উদাহরণ অনেক আছে তাঁর ক্যারিয়ারে। সেটিই আরেকবার করে দেখালেন তিনি।

এর আগে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের রোঁলা গাঁরোর  ফাইনালেও এভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ। 

এদিনও শুরুতে একই চিত্র।  প্রথম সেটে টাইব্রেকে  বাছাইয়ের এক নম্বরে থাকা জোকোভিচের হার ৬-৭ গেমে। পরের তিন সেটে বেরাত্তিনিকে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেননি সার্বিয়ান তারকা। 

২০১৮ সাল থেকে উইম্বলডনে এই নিয়ে টানা তিন গ্র‍্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। এই বছরেও এটা জোকোভিচের তিন নম্বর গ্র‍্যান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছরটা শুরু করা জোকোভিচ জিতেছেন ফ্রেঞ্চ ওপেনও। 

তবে আজকের শিরোপাটা জোকোভিচের জন্য বিশেষ। এটি জিতে সর্বোচ্চ ২০ গ্র‍্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ফেদারার-নাদালের পাশে বসলেন।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস