হোম > খেলা > টেনিস

শ্বাসরুদ্ধকর জয়ে তৃতীয় রাউন্ডে মারে

কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।

মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।

মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র‍্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস