হোম > খেলা > টেনিস

সবাইকে ছাড়িয়ে নাদালের ইতিহাস

ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়লেন টেনিসের ৩ মহাতারকার এক তারকা নাদাল। রড লেভার অ্যারিনায় মেদভেদেভের বিপক্ষে নাদালের জয় ২-৬,৬-৭ (৫-৭),৬-৪, ৬-৪,৭-৫ গেমে।

ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই। প্রথম দুই সেট মেদভেদেভের কাছে হারের পর দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে নাদাল। পরের দুই সেটে জিতে এই স্প্যানিয়ার্ড বুঝিয়েছেন অভিজ্ঞতার দাম। শিরোপা নির্ধারনী শেষ সেটেও রুশ তারকাকে সুযোগ দেননি নাদাল।

২০টি করে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে এই ফাইনালের আগ পর্যন্ত টেনিস মহাকাশের তিন নক্ষত্র-রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ এক বিন্দুতে দাঁড়িয়ে ছিলেন। এবার মেদভেদেভকে হারিয়ে ২১ গ্র্যান্ড স্লাম জিতে এককভাবে চূড়ায় ওঠলেন স্প্যানিশ তারকা।   

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প

চ্যাম্পিয়ন হয়ে আলকারাজের প্রতিশোধ, কী বলছেন তিনি

ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সাবালেঙ্কা

সেমিফাইনালেই বিদায় জোকোভিচের, মুখ খুললেন অবসর নিয়ে

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

জোকোভিচের এমন নাচের কারণ কী

ফেদেরারকে ছাড়িয়ে এই রেকর্ড শুধুই এখন জোকোভিচের

নতুন চেহারায় আলকারাস